ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ছুরিকাঘাতে দুই যুবক আহত

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৭ মার্চ ২০২৩ , ১০:৫৮ পিএম


loading/img

বগুড়ায় একে অপরের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় শহরের নামাজগড় স্বদেশ ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বগুড়া শহরের গোয়ালগাড়ী এলাকার তপন মন্ডলের ছেলে দোকান কর্মচারী রিংকু মন্ডল (২৬) ও মোহাম্মদ আলীর ছেলে মোটরশ্রমিক জাফেল আলী (৩০)।

বিজ্ঞাপন

আহত দুজনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, তারা দুজন একই এলাকার বাসিন্দা। ইফতারের আগে সন্ধ্যায় নামাজগড় স্বদেশ ক্লিনিকের সামনে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ের তারা একে অপরকে ছুরিকাঘাত করেন।

ওসি আরও বলেন, হাসপাতালে দুজনের চিকিৎসা চলছে। কী বিষয়ে তাদের মধ্যে বিরোধ, তা এখনও জানা যায়নি। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের আটক দেখানো হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |