ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

লক্ষ্মীপুরে পাসপোর্টসহ ১২ দালাল আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ , ০৯:১৪ পিএম


loading/img

লক্ষ্মীপুর জেলার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ৮০ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, ১৮টি পাসপোর্ট ডেলিভারি রিপোর্ট ও আটটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে র‌্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালায় র‌্যাব। 

বিজ্ঞাপন

আটকরা হলেন- শাকিল আল মাহমুদ, তপু হোসেন, মো. হোসেন, মো. শাহিন, মো. কামাল, জাকির হোসেন, ইকবাল হোসেন, ফজলুল করিম, জাহিদ ইসলাম, বেলায়েত হোসেন, নোমান সিদ্দিক ও মোরশেদুল আলম। 

র‌্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দালাল চক্রের সদস্যদের আটকে আমাদের অভিযান অব্যাহত থাকবে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |