ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

লক্ষ্মীপুরে চোর সন্দেহে শ্রমিকদল নেতাকে গণপিটুনিতে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ০৮:৩৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে চোর সন্দেহে শ্রমিকদলের এক নেতাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৩০ মার্চ) মধ্যরাতে গনপিটুনির খেয়ে সদর হাসপাতালে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সোমবার (৩১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাত আড়াইটার দিকে সদর উপজেলার সবুজের গোঁজা নামক এলাকায় কবির হোসেনের বাড়িতে রাজু প্রবেশ করেন। এ সময় অটোরিকসা চুরি করার অভিযোগ তুলে রাজুকে ধরে গণপিটুনি দেয় কবির হোসেনের নেতৃত্বে স্থানীয়রা।

বিজ্ঞাপন

রাজুকে রাতভর কয়েকদফা মারধর করা হয়। এক পর্যায়ে রাজু হোসেন গুরুতর আহত হয়ে পড়লে সকালে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর রাজু হোসেন মারা যান। 

পরে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত রাজু হোসেন ওই এলাকার সবুজ মিয়ার ছেলে বলে জানা গেছে। তিনি চররুহিতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক ছিলেন। 

আরও পড়ুন

চররুহিতা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, রাজু হোসেন চররুহিতার ৯নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। গতকাল রাতের আঁধারে কবির হোসেন নামে এক ব্যাক্তির অটোরিকসা চুরির অপবাদ দিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চুরির সঙ্গে কোনভাবেই জড়িত নয় রাজু। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার বলেন, চোর হলেও কাউকে পিটিয়ে হত্যা করে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। এ ঘটনায় কবির হোসেনসহ তিনজনকে আটক করা হয়েছে।

তবে আটকৃতদের নাম পরিচয় জাননি তিনি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান হবে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |