নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী ডিবি রোডে অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের রং দিয়ে ইফতারি তৈরি করায় আজমিরি হোটেল নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১ এপ্রিল) দুপুরে ওই রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।
পরিচালক মো. কাওছার মিয়া জানান, শনিবার দুপুরে অভিযানে গিয়ে চৌমুহনী আজমিরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ ও ইফতারি তৈরিতে ক্ষতিকর কাপড়ের রং ব্যবহারের প্রমাণ মেলে। এ সময় তাদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা ছাড়াও জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও চৌমুহনী ফাঁড়ির পুলিশ সদস্যরা।