ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সড়কে কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

মোংলা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ , ০৫:৫৯ পিএম


loading/img
ফাইল ছবি

মোংলায় সড়ক দুর্ঘটনায় বাগেরহাট পুলিশ লাইনসের কনস্টেবল মো. জাকারিয়া নিহত হয়েছেন। এ সময় আহত হন অপর কনস্টেবল মো. মুজাহিদ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে মোংলা শিল্প এলাকার ওমেরা এলপিজির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জাকারিয়ার বাড়ি খুলনার তেরখাদায়। আহত মুজাহিদ মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা দুইজনই বাগেরহাট পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, মোংলা ইপিজেডে ডিউটি শেষে দুপুরে মোটরসাইকেলে করে বাগেরহাটে ফিরছিলেন জাকারিয়া ও মুজাহিদ। পথিমধ্যে মোংলা-খুলনা মহাসড়কের মোংলার দিগরাজ বাজার সংলগ্ন আপাবাড়ী এলাকায় পেট্রোম্যাক্স এলপিজির সামনে একটি কুকুর তাদের মোটরসাইকেলের নিচে পড়ে। এতে তারা গাড়ি থেকে ছিটকে পড়েন। ওই সময় জাকারিয়া ছিটকে মহাসড়কে চলন্ত একটি ট্রাকের চাকায় আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে মোংলা থানা-পুলিশ তাকে উদ্ধার করে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুপুর ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মোংলা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) ঠাকুরদাস মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, যে ট্রাকের চাকায় আঘাতপ্রাপ্ত হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে সেই ট্রাকটি শনাক্ত ও আটক করা সম্ভব হয়নি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |