ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ , ০৭:৪৬ পিএম


loading/img
ফাইল ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে মৌসুমি খাতুন (২৭) নামের এক কাতারপ্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রায়পাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মৌসুমি একই এলাকার কাতারপ্রবাসী মাসুদ হোসেনের স্ত্রী।

বিজ্ঞাপন

মৌসুমির বাবা ইউনুছ আলী বলেন, আমার মেয়ের সুখের জন্য আমি ইতোপূর্বে কয়েকবার নগদ টাকা ও আসবাবপত্র দিয়েছি। কিন্তু জামাই বিদেশে যাওয়ার পর আবার যৌতুকের টাকা দাবি করে। এ নিয়ে কয়েকবার সালিশ হয়েছে। হঠাৎ ভোররাতে জানতে পারি মেয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তিনি বলেন, যৌতুকের টাকা না পেয়ে মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও তাদের বাড়ির লোকজন আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

শাশুড়ি জহুরা খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, রাতে আমার ছেলে ও বউয়ের ঝগড়া হয়েছিল। সে জন্য বউ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু ঘটনার পর থেকেই মৌসুমি শ্বশুর, ভাসুর, ভাসুরের স্ত্রী ও ননদ পলাতক।

কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |