ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

প্রবাসীর স্ত্রীকে হত্যা করে টাকা লুট, পরকীয়া প্রেমিক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ০৬:২৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

রাজবাড়ীতে সালমা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘর থেকে টাকা লুট করে নেওয়ারে মামলার হেমায়েত উল্যাহকে (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যা ৬টায় নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।

আসামি মো. হেমায়েত উল্যাহ নোয়াখালী জেলার সুবর্ণচর থানার দক্ষিণ চর ক্লার্ক গ্রামের বাসিন্দা। 

বিজ্ঞাপন

গত ১ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর গ্রামের সৌদি প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী সালমা খাতুনকে (২৫) নিজের ঘরে কে বা কারা গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ও টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গত ২ এপ্রিল সালমার বাবা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মামলার পর র‌্যাব-১০ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী সুবর্ণচর থানার আব্দুর রব বাজার এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে হত্যা মামলার আসামি মো. হেমায়েত উল্যাহকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |