ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

২ ঘণ্টা পর ছাড়া পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, সিলেট

শনিবার, ০৮ এপ্রিল ২০২৩ , ০৭:৩৬ পিএম


loading/img

সিলেটে জামিনপত্র (রিকল) প্রদর্শন করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ছেড়ে দিয়েছেন মেট্রোপলিটন পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (৮ এপ্রিল) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল ৫টার পরে তাকে মুক্তি দেওয়া হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় খন্দকার মুক্তাদিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় শনিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তিনি আদালতের জামিনপত্র দেখানোয় বিকেল ৫টার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |