রাজধানীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ তম ব্যাচের শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) এলিফ্যান্ট রোডের একটি হোটেলে এ ইফতার হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ তম ব্যাচের যারা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি এবং ব্যবসার কাজে ঢাকায় অবস্থান করছেন তারা এতে অংশ নেন। অনেক বছর পর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়।
ইফতার শেষে জায়িফ খান নাদিম, বন্ধুদের নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি নিজেদের সংঘবদ্ধ করতে বিভিন্ন বিষয়ে একমত হন সবাই।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ৪০ তম ব্যাচের ওমর ফারুক, মাসুদুর রহমানসহ আরও অনেকে।