ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে খুন করল রোমান

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

সোমবার, ১০ এপ্রিল ২০২৩ , ১০:৩১ এএম


loading/img
নিহত ব্যক্তি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় প্রেমের বিয়ে মেনে না নেওয়ার জের ধরে ঘুমন্ত বড় ভাইকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সোমবার (১০ এপ্রিল) সিঙ্গাইর থানার ওসি সৈয়দ সৈয়দ মিজানুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৯ এপ্রিল) রাত ১২টায় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি ওই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে আবু রায়হান (২৭)। অভিযুক্ত ব্যক্তি নিহতের আপন ছোট ভাই রোমান (২৪)। 

বিজ্ঞাপন

পুলিশ, নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোমান প্রায় এক বছর আগে প্রেম করে বিয়ে করে। পরিবারের কেউ তা মেনে নেয়নি। এ ছাড়া টাকা-পয়সা নিয়ে ওই পরিবারে বিরোধ চলছিল। মা-বাবা একঘরে ও পাশেই অন্য একটি ঘরে একই খাটে ঘুমান তিন ভাই। রোববার রাত ৯টায় খাবার খেয়ে তিন ভাই ঘুমাতে যান। পরে রায়হান ও ছোট ভাই জামান শুয়ে পড়লেও রোমান চেয়ারে বসেছিলেন।

এদিকে রাত ১২টায় ঘুমন্ত অবস্থায় রায়হানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে রোমান পালিয়ে যায়। এ সময় রায়হানের গোংগানির শব্দে ছোট ভাই জামানের ঘুম ভেঙে যায়। পরে তার মা-বাবাকে ঘুম থেকে ডেকে উঠান তিনি। এ সময় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি সৈয়দ সৈয়দ মিজানুর ইসলাম জানান, রোববার রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই রায়হানকে খুন করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রোমানকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |