টাঙ্গাইলের মির্জাপুর ও সখিপুর উপজেলার বাশতৈল ইউনিয়নের হলিদ্রাচালা ও হতেয়া ইউনিয়নের রাজাবাড়ি বাজার নিয়ে চলছে দুই গ্রামের মানুষের মাঝে অস্থিরতা। রাজাবাড়ি বাজার সরকার থেকে নিলামে থাকলেও হলিদ্রাচালা বাজারটি অবৈধভাবে চালানোর অভিযোগ উঠেছে আবুল হোসেন ও গফুর গংয়ের বিরুদ্ধে। এমনকি স্থানীয় সাবেক চেয়ারম্যান ও কতিপয় ক্ষমতাসীনদের ইন্ধনে এমনটা হচ্ছে বলে জানিয়েছেন অভিযোগকারীরা।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া যায়। তবে গত ৫ মাস আগে এ নিয়ে বন বিভাগে অভিযোগ করেও কোনো ফলাফল পাননি তারা।
জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশতৈল ইউনিয়নের হলিদ্রাচালা হাট বসে প্রতি বৃহস্পতিবার। এতে করে পাশেই রাজাবাড়ি নামক জায়গায় সরকারের নিলামের হাটটি অনেকটা রাজস্ববিহীন হয়ে পড়েছে। অন্যদিকে হলিদ্রাচালা হাটটি অর্ধেক প্রায় বন বিভাগের জমির ওপর। এতে করে স্থানীয় লোকদের মাঝে বিরাজ করছে চরম ক্ষোভ ও উত্তেজনা। রাজাবাড়ি হাট কমিটি বারবার জেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও তার কোনো সমাধান পায়নি।
রাজাবাড়ি বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, প্রায় ৫০ বছর আগে থেকে সবাই এই হাট থেকে বাজার করেন। এখান থেকে সরকার একটি রাজস্ব পাচ্ছিল, কিন্তু অন্য-জায়গায় বনের অবৈধ জমিতে হাট বসিয়ে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করছে ওরা।
অপরদিকে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা হাট নয়, বাজার বসাই। তবে সরকার থেকে কোনো প্রকার অনুমতি না নেওয়ার কথাটি স্বীকার করেন তারা।
এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক বলছেন, গত বছর হাটের বিষয়ে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি। অতি শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।