নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়াসার পানি স্প্রে করার গাড়িচাপায় মজিবর রহমান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনার পর চালক পালিয়ে গেলে উত্তেজিত জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বিজ্ঞাপন
সোমবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার হাইজাদি ইউনিয়নের রাইনাদি আতাদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান ওই গ্রামের মৃত আজিজ ভূঁইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফসলের মাঠ থেকে কাজ শেষে বৃদ্ধ মজিবর রহমান বাড়ি ফিরছিল। এ সময় নির্মাণাধীন রাস্তায় পানি স্প্রে করার গাড়িটি বৃদ্ধকে চাপা দিলে সেখানেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
আড়াইহাজার থানার এসআই নূর এ আলম জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।