বগুড়ায় প্রধান ডাকঘরের অফিস সহায়কের মরদেহ উদ্ধার
বগুড়ার প্রধান ডাকঘরের অফিস সহায়কের মরদেহ উদ্ধা করা হয়েছে। ঈদের ছুটিতে ডাকঘরে তিনি নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (২৪ এপ্রিল) সকাল নয়টার দিকে কর্মস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ জানান।
নিহত প্রশান্ত আচার্য্য বগুড়ার শাহজাহানপুরের বেজোড়া ঘাট এলাকার বাসিন্দা।
সহকারী পোস্ট মাস্টার রাকিব বিশ্বাস জানান, ডাকঘর থেকে বেশ কিছু টাকা-পয়সা খোয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাতের কোনো একসময় প্রশান্তকে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে এটিকে ডাকাতির চেষ্টা মনে হয়েছে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে প্রশান্তকে খুন করে৷ একই ডাকঘরে চাকরি করা নিহতের ভাই গোবিন্দ আচার্য্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তবে পোস্ট অফিসের কিছু খোয়া গেছে কি না তদন্ত শেষে বলা যাবে।
নিহতের অপর ভাই পরেশ আচার্য্যের অভিযোগ, ‘প্রশান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনা চাপা দিতে ডাকাতির নাটক সাজানো হয়েছে। অফিসের অনেকেই প্রশান্তকে হিংসা করতো। তাদের ধরলেই জানা যাবে কীভাবে কী হয়েছে।’
মন্তব্য করুন