ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সিটি করপোরেশন হচ্ছে জিয়ার জন্মভূমি বগুড়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০৫:৪৫ পিএম


loading/img
ছবি: আরটিভি

সিটি করপোরেশন হচ্ছে বগুড়া। বিগত ২০০৪ সালে বিএনপি সরকার থাকাকালীন বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন করার জন্য ২১টি ওয়ার্ডে রূপান্তরিত করেন তারেক রহমান। তখন থেকেই ২১টি ওয়াডর্ই গত ১৬ বছর ছিল উন্নয়নবঞ্চিত। এবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়াকে সিটি করপোরেশন করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত জারিকৃত একটি চিঠিতে বগুড়া জেলার গেজেটভুক্ত মৌজাভিত্তিক জনসংখ্যা তথ্য ও জরিপ মানচিত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বগুড়া পৌর প্রশাসককে।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ।

চিঠিতে বলা হয়েছে, বগুড়া পৌর এলাকা ও আশেপাশের অঞ্চল নিয়ে সিটি করপোরেশন গঠনের লক্ষ্যে সিটি করপোরেশন (প্রতিষ্ঠা) বিধিমালা ২০২৩ এর বিধি ৬ অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তাব প্রস্তুতের জন্য নির্ধারিত এলাকার অধিবাসীদের মতামত ও অন্যান্য তথ্যসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের অনুরোধ করা হলো। চিঠিতে বগুড়া পৌরসভার প্রশাসককে এ সংক্রান্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

২০০৪ সালে বিএনপি সরকার থাকাকালীন বগুড়াকে সিটি করপোরেশন করার জন্য পৌরসভাকে ২১টি ওয়ার্ডে রূপান্তরিত করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া শহরের আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে জেলা প্রশাসকের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগে একটি প্রাথমিক প্রস্তাবনা পাঠানো হয়। প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই স্থানীয় সরকার মন্ত্রণালয় (সিটি করপোরেশন-২ শাখা) এই চিঠি জারি করে। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ডিসি সম্মেলনে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন বাস্তবায়ন করার প্রস্তাব দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ ছাড়া বগুড়ায় বিমানবন্দরসহ থমকে যাওয়া উন্নয়ন কাজগুলোর সংস্কার করার প্রস্তাবও দেন তিনি। আয়তন, জনসংখ্যা আর রাজস্ব সব শর্ত পূরণ করলেও দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের দাবি পূরণ হয়নি বগুড়াবাসীর। বিগত সরকারের সময়ে নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হয়েছেন এ জেলার মানুষ। জেলায় প্রায় ৪৫ লাখ বাসিন্দার মধ্যে ২৯ লাখ ৫০ হাজার ভোটার রয়েছে। এ ছাড়া সরকারি রাজস্ব নিয়ে বহু আগেই সিটি করপোরেশনের শর্ত পূরণ করেছে ২০০ বছরের পুরোনো জেলা শহর বগুড়া। ভৌগোলিক তাৎপর্য থেকে শিল্প-বাণিজ্যের প্রসার, সব মিলিয়ে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার উপযুক্ত সময় মনে করছেন বগুড়াবাসী।

বগুড়ার বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল সে সময় তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় হাসপাতাল, রাস্তা, সরকারি প্রতিষ্ঠান, শিল্প-কারখানাসহ যে উন্নয়ন হয়েছিল। সেটি আমাদের জন্য সুফল বয়ে এনেছে। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় জিয়াউর রহমান ও তারেক রহমানের জেলা বগুড়ায় কোনও উন্নয়ন করেনি। বগুড়া বিএনপির ঘাঁটি বলে প্রতিহিংসায় উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়েছি। বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা এখন সময়ের দাবি। 

বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ বলেন, এ বিষয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করা হয়েছে। সংবাদপত্রে জনসাধারণের মতামত চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |