ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ , ০১:১৮ পিএম


loading/img
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় ভারত থেকে একটি পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন। 

সভাপতি হারুন-উর রশিদ হারুন জানান, ঈদুল ফিতর উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে সোমবার (২৪ এপ্রিল) এপ্রিল পর্যন্ত টানা ৬ দিন এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ছুটি শেষে মঙ্গলবার ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরে ফিরতে শুরু করেছে কর্মপ্রাণঞ্চলতা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |