ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ভোলা-চরফ্যাশন সড়কের বৈদ্দেরপুল নাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুর রশিদের ছেলে মনির (৩৫) ও একই উপজেলার ফুলকাচিয়া ৫নং ওয়ার্ডের আব্দুল মোতালেবের ছেলে আলী আজগর (৪০)। দুজই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে ভোলা থেকে একটি বাস চরফ্যাশনের দিকে যাচ্ছিল। পরে সাইড সড়ক থেকে ভোলা-চরফ্যাশন সড়কে একটি মোটরসাইকেল উঠে এলে বাসের নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা কয়েকটি বাসসহ যানবাহন ভাঙচুর করে। এ সময় বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দেওয়ায় জেলার প্রধান সড়কে সকাল সাড়ে ৯টা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।