সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সাকিব রহমান (২৫) নামের এক যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে ও নখ উপড়িয়ে খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে তাহিরপুর উপজেলা সদরের আব্দুজ জহুর চত্ত্বরে সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত সাকিবের ভাই উস্তার আলী, চাচা জাহাঙ্গীর, আমির আলী, আঞ্জব আলী, হাফিজুর রহমান, ইউপি সদস্য তোজাম্মেল হক নাসরুম প্রমুখ।
প্রসঙ্গত, পূর্ব বিরোধের জের ধরে গত ২৪ এপ্রিল সোমবার রাতে ঘাগটিয়া গ্রামের মোশারফ হোসেন, তার ছেলে ও ভাই -ভাতিজারা একই গ্রামের সাকিব রহমানকে রাস্তা থেকে তোলে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে পিটিয়ে হাত-পা ভেঙে ও নখ উপড়িয়ে তাকে খুন করে। খবর পেয়ে তার বাবা মোশারফের বাড়িতে গেলে তাকেও মারধর করা হয়। পরদিন গত ২৫ এপ্রিল মঙ্গলবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাকিবের হাত-পা ভাঙা রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। একই দিন রাতে নিহত সাকিব রহমানের বাবা মুজিবুর রহমান বাদী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ তালুকদার (৫৮), তার ভাই মহিনুর তালুকদার (৫৩) ও মোশাহিদ তালুকদার (৫৫), ভাতিজা রফি তালুকদার (২৯), ছেলে মোনায়েম হোসেন রাজু তালুকদার (৩৪), নুরুজ আলী (৫৪), কাহার মিয়া (২৬), বাহার মিয়া (২২), পটল তালুকদার (৩২), শামছু মিয়াকে (৫৮) আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।