ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

মোদির ‘মন কি বাত’র শততম পর্বে ঢাকায় বিশেষ স্ক্রিনিং

আরটিভি নিউজ

রোববার, ৩০ এপ্রিল ২০২৩ , ০৮:২০ পিএম


loading/img

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেডিও শো ‘মন কি বাত’ এর শততম পর্বে একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। বাংলাদেশে ভারতীয় শিক্ষার্থী ও সম্প্রদায়ের সদস্যরা হাইকমিশন প্রাঙ্গণে এ বিশেষ স্ক্রিনিংয়ে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

‘মন কি বাত’ হলো একটি মাসিক রেডিও অনুষ্ঠান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন। অনুষ্ঠানটি অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ও অন্যান্য রেডিও চ্যানেলে সম্প্রচার করা হয়। এ অনুষ্ঠানে মোদি তার দেশের জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সেগুলো সম্পর্কে তার চিন্তাভাবনা ও মতামত তুলে ধরেন।

২০১৪ সালের ৩ অক্টোবর এ অনুষ্ঠানের যাত্রা শুরু। তখন থেকে এটি ভারতের নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে সেদেশের প্রধানমন্ত্রীর জন্য একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। মন কি বাত-এর ১০০তম পর্বটি রোববার (৩০ এপ্রিল) সম্প্রচারিত হয়।
 
অনুষ্ঠানটিতে সামাজিক সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। মোদিকে ভারতের সর্বস্তরের জনগণের সঙ্গে সংযুক্ত করার সক্ষমতা এবং দেশটির নাগরিকদের সম্পৃক্ততা ও সুশাসনে অংশগ্রহণকে উন্নীত করার প্রচেষ্টার জন্য এ অনুষ্ঠান ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |