ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শিশুকে ধর্ষণচেষ্টায় ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০১ মে ২০২৩ , ০৯:০০ এএম


loading/img

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় শিশুকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১ মে) নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ছয়ঘাটি দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ছয়ঘাটি দীঘির পাড় এলাকার মৃত হযরত আলীর ছেলে ফুল মোহাম্মদ (৭০)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রোববার বিকেলে শিশুটিকে আখ খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণচেষ্টা চালান বৃদ্ধ। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন।

ভুক্তভোগী শিশুর মা জানান, এতো বয়স্ক মানুষ এমন কাজ করবে, কল্পনাও করতে পারিনি। এ ঘটনার সঠিক বিচার চাই।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রোববার বিকেলে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |