• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ঘাসবন থেকে কবিরাজের মরদেহ উদ্ধার

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ মে ২০২৩, ১৭:৩৬
ছবি : আরটিভি

দিনাজপুরের বিরামপুরে ঘাসবন থেকে আবদুল ওয়াহেদ মুন্সি (৮০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ মে) সকালে উপজেলার ভবানীপুর মুন্সিপাড়ায় একটি মাঠের ঘাসবন থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুল ওয়াহেদ মুন্সি ভবানীপুর মুন্সিপাড়ার মৃত মনছের মুন্সির ছেলে। তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, আব্দুল ওয়াহেদ মুন্সি সোমবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তার বাড়ির পাশেই ঘাসের জমিতে আবদুল ওয়াহেদের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও পিবিআই’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
দেয়ালের এক পাশে মন্দির অপর পাশে মাদরাসা
হিলি চেকপোস্টে এইএমপি ভাইরাস প্রতিরোধে বাড়তি সতর্কতা
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার