ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

লাঠির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৩ মে ২০২৩ , ০৬:৪৮ পিএম


loading/img
ছবি : আরটিভি

বগুড়ার সারিয়াকান্দিতে লাঠির আঘাতে মা কাজলী বেগম (৭০) মারা যাওয়ার ঘটনায় ছেলে মো. মোমিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর এলাকার মৃত সিদ্দিক প্রামাণিকের ছেলে।

বিজ্ঞাপন

বুধবার (৩ মে) দুপুরে র‍্যাব-১২-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-১২ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ এপ্রিল দুপুরে পারিবারিক কলহের জেরে আসামি মো. মোমিন তার মেয়েকে লাঠি দিয়ে মারতে যায়। এ সময় মোমিনের মা কাজলী বেগম ছেলেকে আটকাতে গেলে তার কপালে লাঠির আঘাত লাগে। এতে কাজলী বেগম গুরুতর আহত হয়। তাকে অচেতন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় কাজলী বেগম মারা যান। এ ঘটনার পর আসামি মোমিন আত্মগোপনে চলে গিয়েছিল।

র‍্যাব-১২-এর বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপর থেকে আসামি পলাতক ছিল। তখন আসামিকে ধরার জন্য র‍্যাবের টিম অভিযানে নামে। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে আসামি মোমিনকে গ্রেপ্তার করা হয়। আসামিকে সারিয়াকান্দি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |