ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনার গাড়িচালকের ছেলে রুবেল গ্রেপ্তার

আরটিভি নিউজ  

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:২১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজানের সার্বিক নির্দেশনায় মোহাম্মাদপুর থানা পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ড্রাইভারের ছেলে রুবেল আহমেদকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রুবেল মোহাম্মদপুর বসিলা মেট্রো হাউজিং এলাকায় আত্মগোপনে ছিলেন। ভোরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে। এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকায় রাষ্ট্রবিরোধী মামলা হতে পারে।

এর আগে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িচালকের ছেলের বিরুদ্ধে গত ৭ ফেব্রুয়ারি প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি একটি পোস্ট দেন। 

সেখানে তিনি বলেন, সম্প্রতি প্রকাশিত বিশেষ একটি সংস্থার গোয়েন্দা প্রতিবেদনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এবং শেখ হাসিনার গাড়িচালকের ছেলে রুবেলের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, রুবেলকে গণভবন কোয়ার্টার, আদাবর, প্রশাসনের কর্মকর্তা ও সেনাকর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |