ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বেগমগঞ্জের ‘শীর্ষ সন্ত্রাসী’ হারুন গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ মে ২০২৩ , ০৮:২৫ এএম


loading/img

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদিসহ ১৭ মামলার এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

বিজ্ঞাপন

সোমবার (৮ মে) র‍্যাব-১১-এর সিপিসি-৩-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৭ মে) রাতে ওই ইউনিয়ন থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার জিরতলী ইউনিয়নের বারাইচাতলী গ্রামের মো. অজিউল্লাহ ছেলে মো. হারুন (৪০)। তিনি অস্ত্র আইনে মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। 

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত হারুন খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি মামলাসহ ১৭ এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে জিরতলী ইউনিয়নের ত্রাস। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না। হারুন অস্ত্র আইনে মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। 

লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানান অপরাধমূলক কাজ করে যেত। বেগমগঞ্জ মডেল থানার মাধ্যমে তাকে সোমবার (৮ মে) জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |