সাভারের আশুলিয়ায় অজ্ঞাত গাড়িচাপায় ইসমাইল (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ মে) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বুড়িরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার চণ্ডিপুর গ্রামের আবুল হোসেন ছেলে।
বিজ্ঞাপন
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, রাত ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বুড়িরটেক এলাকায় নবীনগর থেকে চন্দ্রাগামী লেনে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হন।
বিষয়টি কোনাবাড়ী হাইওয়ের অন্তর্ভুক্ত হওয়ায় তাদের জানানো হয়। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়।