ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ০৮:১৭ এএম


loading/img
ছবি: আরটিভি

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শ্রমিক কলোনির অন্তত ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শনিবার (৫ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে আশুলিয়ার নার্সিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় কালাম মাদবরের মালিকানাধীন একটি শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, রাতে টিন শেড ঘরের একটি রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে তা আশেপাশে থাকা অন্যান্য টিন শেড ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখে ফায়ার সার্ভিসে ফোন দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে টিনসেড ঘরের ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। 

বিজ্ঞাপন

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১টা ৫৫ মিনিটে কাজ শুরু করলে ২টা ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। 

ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যম থেকে আগুনের সূত্রপাত। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরটিভি/এএএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |