পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত গুতসান ভ্যালোরী (৬৯) নামে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি পারমাণবিক প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি ‘নিকিমথ’ প্রতিষ্ঠানে ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন।
রোববার (১৪ মে) দুপুরের দিকে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিকিমথ কোম্পানির চিকিৎসক ডা. রাসেল গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার তিনি অসুস্থ বোধ করলে চিকিৎসক তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষায় তার নিউমোনিয়া ধরা পড়ে। রোববার দুপুরের দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিও সাপোর্ট দেয়ার জন্য রাজশাহীর সিডিএম হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার রাশিয়ান জানান, সোমবার তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।