ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত, গাছপালার ক্ষয়ক্ষতি

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ মে ২০২৩ , ১১:৩৩ এএম


loading/img

পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ১০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে যায়।

বিজ্ঞাপন

সোমবার (১৫ মে) রাত ৯টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকস্মিক কালবৈশাখী ঝড়ে বেড়িবাঁধের বাইরে বসবাসকারী সত্তার মোল্লা, নেছার ফকির, সোবহান মোল্লা ও শহীদ মোল্লার বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। এ ছাড়া অন্তত আরও ছয়টি বসতর ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

সত্তার মোল্লা বলেন, রাত ৯টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। অবস্থা খারাপ দেখে ঘর থেকে বের হয়ে যাই। কিছুক্ষণ পর ধমকা বাতাসের আমার বসতঘরটি দুমড়ে মুচড়ে উড়িয়ে নিয়ে যায়।

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া জানান, ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |