ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

অনুমোদনবিহীন ৮৯ মোবাইলসহ যুবক গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ , ০৮:৪৯ পিএম


loading/img
ফাইল ছবি

ফেনীর সোনাগাজীতে বিটিআরসির অনুমোদনবিহীন ৮৯টি ভারতীয় মোবাইলসহ নুরুজ্জামান রিয়াদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মোবাইল সেটগুলোর আনুমানিক মূল্য ১৩ লাখ ৩৫ হাজার টাকা। 

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত দুইটার দিকে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাক বাংলা কাজিরহাট সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রিয়াদ উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের নুরুল আলমের ছেলে। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালিয়ে গেলেও রিয়াদকে গ্রেপ্তার করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা মোবাইল সেটগুলো উদ্ধার করা হয়। 

এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুই জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি রিয়াদকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |