গাজীপুরে গাছা এলাকার একটি কবরস্থান থেকে অন্তত ২০টি কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে ওই কবরস্থানে একটি মরদেহ দাফন করতে গেলে স্থানীয়রা বিষয়টি টের পান।
স্থানীয়রা জানান, কঙ্কাল চুরি করে কবরগুলো ফের মাটি দিয়ে ভরাট করা হয়েছে। কিন্তু গত দুদিনের বৃষ্টিতে কবর থেকে মাটি সরে যাওয়ায় বাঁশ দেখা যায়। এতে সন্দেহ হয়। পরে পুরো কবরস্থান ঘুরে দেখা যায়, অন্তত ১৫-২০টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন জানান, কঙ্কাল চুরির বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।