ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

গোবিন্দগঞ্জে কবরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২১ মে ২০২৩ , ০৮:৪৬ এএম


loading/img
ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকসিচর উত্তরপাড়া গ্রামে একটি কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

রোববার (২১ মে) কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌকির হাসান রচি এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২০ মে) বিকেলে ওই গ্রামের কবরস্থানের পাশ দিয়ে যাতায়াতের সময় স্থানীয়রা কঙ্কাল চুরির বিষয়টি বুঝতে পারেন।

স্থানীয়দের বরাত দিয়ে তৌকির হাসান রচি জানান, শনিবার বিকেলে কবরস্থানের পাশ দিয়ে চলাচলের সময় প্রথমে একটি কবরের মাটি খোড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ সময় পুরো কবরস্থান ঘুরে আরও ছয়টি কবরের মাটি সরানো দেখতে পান। পরে দেখা যায় মাটি সরানো কবরগুলো থেকে কঙ্কাল চুরি করা হয়েছে। 

বিজ্ঞাপন

স্থানীয়দের ধারণা, রাতে ঝড়-বৃষ্টির পর কবর থেকে কঙ্কালগুলো চুরি করা হয়েছে। কয়েক বছর আগেও এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছিল। 

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন জানান, শনিবার রাতে কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবরটি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে শুনেছি। ঘটনাটি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |