রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক যুবক নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ মে) দুপুরে মগবাজার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এস আই) এনামুল জানান, কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ওই যুবক রাস্তায় পড়ে ছিলেন। পরে পুলশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।