ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

হাওরে মাছ ধরা নিয়ে যুবক নিহত

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ০৪:৪৩ এএম


loading/img
ছবি: আরটিভি

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার ঝগড়ার সময় চুরিকাঘাতে মোকারিম (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।

বিজ্ঞাপন

গত সোমাবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মোকারিম মিয়া (১৮) চৌগাংঙ্গা ইউনিয়নের ভিরার ভিটা গ্ৰামের ফারুক মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, হাওরে মাছ ধরা নিয়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির উঠানে চাচা বাবুল মিয়া ও ভাতিজা মোকারিমের মাঝে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ধারালো ছুরির আঘাতে মোকারিম মিয়া আহত হন।

পরে, আহত মোকারিমকে স্বজনরা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল রাত ১১টার দিকে ঘটনাস্থলে রওনা করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, শুনেছি মাছ ধরা নিয়ে চাচা-ভাতিজার মাঝে ঝগড়ায় চুরিকাঘাতে মোকারিম নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছাতে ফেরিতে রয়েছি। সরেজমিন গিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |