ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

যুবলীগ নেত্রীর আপত্তিকর ভিডিও ভাইরালের মামলায় যুবক গ্রেপ্তার

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৬ মে ২০২৩ , ০৯:২৮ পিএম


loading/img

যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শেখ সাদিয়া মৌরিনের আপত্তিকর ছবি এবং ভিডিও মোবাইল থেকে চুরি করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার মামলায় অনুব্রত সাহা মিথুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ মে) গভীর রাতে যশোর শহরের হাটখোলা রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অনুব্রত সাহা মিঠুন ওই এলাকার অশোক সাহার ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, এক বছর আগে যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শেখ সাদিয়া মৌরিনের মোবাইল থেকে ছবি এবং ভিডিও চুরি করে ফেসবুকে ভাইরাল করা হয়। ওই ঘটনায় তিনি প্রতিকার চেয়ে মামলা করেন। সেই মামলায় তথ্য প্রযুক্তি বিষয়ক তদন্ত শেষে জড়িত থাকার অভিযোগে অনুব্রত সাহা মিঠুনকে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে শেখ সাদিয়া মৌরিন বলেন, মামলাটি এক বছর আগে করেছিলাম। সেই মামলায় প্রধান আসামি আনারুল কবির গ্রেপ্তার হয়। এরপর তার সহযোগী অনুব্রত সাহা মিঠুনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আটক হওয়ায় আমি খুশি। তবে শুনছি মিঠুনকে ছেড়ে দেয়ার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেয়া হচ্ছে। তবে আমি চাই তাকে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি দেয়া হোক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |