সাভারের আশুলিয়ায় শিশু ধর্ষণের (৬) অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ মে) আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) যোহাব আলী এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৭ মে) বিকেলে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মোজাহিদুল ইসলামের আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি চট্টগ্রামের সাতকানিয়া থানার ফকিরাকিল গ্রামের শাহ আলমের ছেলে হেলাল উদ্দিন। তিনি আশুলিয়ার দোসাইদ গ্রামের নুরজাহানের বাড়িতে ভাড়া থাকতেন।
মামলার এজাহার সূত্র থেকে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা-মা আশুলিয়ার দোসাইদ গ্রামের নুরজাহানের বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। প্রতিদিনের ন্যায় মেয়েকে বাসায় রেখে কর্মস্থলে গেলে গত ১৯ মে ভুক্তভোগী শিশুকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে তার ভাড়াকৃত কক্ষে নিয়ে যায়। এ সময় জোরপূর্বক ধর্ষণ করে হেলাল। ভুক্তভোগী শিশু অসুস্থ হয়ে পড়লে জিজ্ঞাসাবাদে পরিবারকে ঘটনার বর্ণনা দেয়। পরে ভুক্তভোগী শিশুকে চিকিৎসা দিয়ে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই যোহাব আলী বলেন, গত শুক্রবার এ ঘটনায় হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আসামিকে জেলহাজতে পাঠানো হয়।