ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

যৌতুকের জন্য নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৯ মে ২০২৩ , ০৫:২৬ এএম


loading/img
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের জন্য স্বামীর নির্যাতন সইতে না পেরে সোনিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

রোববার (২৮ মে) সন্ধ্যার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম। এর আগে সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

সোনিয়া উপজেলা উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মো. কুদ্দুস মিয়ার মেয়ে।

বিজ্ঞাপন

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন মাস আগে ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব এলাকায় জারু মিয়ার ছেলে সাইফুলের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। এ সময় নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ১ ভরি ৮ আনা স্বর্ণ যৌতুক দেওয়া হয় সাইফুলকে। বিয়ের পর থেকেই আরও যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে স্বামী সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা। স্বামীর নির্যাতন সইতে না পেরে বাবার বাড়িতে চলে যান সোনিয়া। রোববার সকালে বাড়িতে থাকা লিচু গাছে দেওয়া কীটনাশক পান করে আত্মহত্যা করেন তিনি। পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মূলরহস‌্য উদঘাট‌নে কাজ কর‌ছে পুলিশ।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |