ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ছয় মাসের শিশুর গলায় লিচুর বিচি আটকে মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ৩১ মে ২০২৩ , ০৯:৩৮ এএম


loading/img

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে গলায় লিচুর বিচি আটকে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩১ মে) স্থানীয় ইউপি সদস্য ইফতেখার উদ্দিন মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় ওই ইউনিয়নের শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু একই ইউনিয়নের গোপালঘাটা এলাকার মঈন সিকদারের ছেলে আদিল সিকদার (৬ মাস)। 

বিজ্ঞাপন

ইফতেখার উদ্দিন মুরাদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির নানার বাড়ি শাহনগরে এ ঘটনা ঘটে। আদিল তো ছোট, তাকে লিচু খাওয়ানোর কথা নয়। সম্ভবত মাটিতে খেলতে খেলতে কুড়িয়ে পেয়ে মুখে দিয়ে দিয়েছে। সেটি গিলতে গিয়ে গলায় আটকে যায়। পরে আদিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |