অপহৃত মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদরাসার তিন ছাত্রীকে উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।
বুধবার (৩১ মে) রাতে রাজধানীর গাবতলী ও বিমানবন্দর এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত তিন যুবককে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সনাতনপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে হাসান আলী (২০), শেরপুরের শ্রীবরদী উপজেলার ফতেপুর গ্রামের আলী হোসেনের ছেলে আলমগীর হোসেন (২২) ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরপাড়ার চানিতা চৌধুরীর ছেলে রোমন চৌধুরী (২৪)।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া তিন ছাত্রীকে চাকরির প্রলোভনের ফাঁদে ফেলে পাচারকারী চক্রের সদস্যরা আটকে রেখেছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গত ২৮ মে গাংনী উপজেলার দেবীর গ্রামের বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার জন্য বের হয় তিন ছাত্রী। এরপর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছিল না। পরে তাদের সন্ধান চেয়ে গাংনী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাদের পরিবারের সদস্যরা। জিডির সূত্র ধরে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইসরাফিল হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীদের উদ্ধার করে এবং অপহরণকারী দলের তিন সদস্যকে আটক করে।
তিনি বলেন, চাকরির প্রলোভনে কৌশলে ওই ছাত্রীদের ঢাকায় আটকে রেখেছিল যুবকরা। ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হচ্ছে। একইসঙ্গে তিন ছাত্রীর ডাক্তারি পরীক্ষা এবং আটকদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।