গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জুন) গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সোয়া ১১টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত ফুল মিয়া (৪০) সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দের নয়ারহাট গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস নামের একটি ট্রেনটি নলডাঙ্গা স্টেশনে পৌঁছায়। এ সময় লাইনের পাশে থাকা এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
ওসি জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।