গাইবান্ধা জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ০৬:৪৬ পিএম


গাইবান্ধা জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 
ছবি: আরটিভি

গাইবান্ধা জেনারেল হাসপাতালে পর্যাপ্ত ওষুধ, যন্ত্রপাতি সাপ্লাই, ডাক্তার, নার্স নিয়োগসহ চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং ঘুষ দুর্নীতি বন্ধের দাবিতে গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বানে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের ডিবি রোডে আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক, জাহাঙ্গীর কবির তনু, সদস্য সচিব হাসান মোর্শেদ দিপন, অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, অ্যাডভোকেট ফারুফ কবির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মানবাধিকার কর্মী সেলিনা আক্তার সোমা, নাজমা বেগম, সাজিদা পারভিন রুনু, শহিদুল ইসলাম, আদিবাসী নেতা ব্রিটিশ সরেন, শিক্ষার্থী আফজাল সিরাজ, পার্থ সারথি, সন্ধান বর্মণ। 

বিজ্ঞাপন

বক্তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালের দরপত্র জালিয়াতি, ওষুধ ও এমএসআর ক্রয়ে ঘুষ-দুর্নীতি, নিম্নমানের খাদ্য সরবরাহ, ডায়েরিয়াসহ সকল ইউনিটে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি, এক্স-রেসহ সকল যন্ত্রপাতি অচল করে হাসপাতালের বাইরে রোগিদের পরীক্ষা-নীরিক্ষাসহ সকল দুর্নীতির সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন। 

বক্তরা আরও বলেন, গাইবান্ধা জেনারেল হাসপাতালের ত্বত্তাবধায়কের বিরুদ্ধে ওষুধ ও এমএসআর ক্রয়ে শাহাদৎ হোসের খন্দকার নামে এক ঠিকাদারের কাছ থেকে চেকের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার প্রমাণ মিলেছে। ইসলামি ব্যাংক বাংলাদেশ গাইবান্ধা শাখা থেকে এ টাকা সিরাজগঞ্জের সোনালী ব্যাংক পিএলসি সোহাগপুর ব্রাঞ্চের মাধ্যমে কালেকশন করেন তত্ত্বাবধায়ক মো. মাহবুব হোসেন। বক্তারা তত্ত্বাবধায়কের অপসারণসহ ঘুষ কেলেঙ্কারির দ্রুত বিচার দাবি করেন।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission