ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

তালাবদ্ধ ঘরে পড়ে ছিল মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ , ০৪:৪১ পিএম


loading/img
ছবি : আরটিভি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দিপু চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জুন) দুপুর ২টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত দিপু চৌধুরী একই এলাকার মৃত হাসানুজ্জামান চৌধুরীর ছেলে।

বিজ্ঞাপন

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দিপু তার শয়নকক্ষে একাই থাকতেন। প্রতিদিনই ঘুম থেকে দেরি করে উঠতেন তিনি। কিন্তু আজ বেশি দেরি হওয়ায় এবং ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এ সময় জানালা খুলে ঘরের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দেয়া হলে ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা কেটে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক জাতীয় রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |