ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

হেফাজত নেতা মাওলানা ইয়াহইয়া আর নেই 

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৩ জুন ২০২৩ , ০৯:৪৯ এএম


loading/img

চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইয়াহইয়া (৭৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

শনিবার (৩ জুন) মাওলানা ইয়াহিয়ার ছেলে মাওলানা মোহাম্মদ জুনাইদ এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (৩ জুন) রাত দেড়টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। 
 
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী মাদরাসায় অসুস্থ হয়ে পড়লে মাওলানা ইয়াহইয়াকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে একই দিন রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি।   

উল্লেখ্য, মাওলানা ইয়াহইয়া ১৯৪৭ সালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার অন্তর্গত আলমপুর গ্রামের কাজী সালেহ আহমদ বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি। এর আগে দীর্ঘদিন হেফাজতের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ছিলেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |