গাজীপুর মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের আদাবৈ এলাকায় পার্লারের মালিকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
-
আরও পড়ুন... বন্ধুকে নিয়ে মা-সহ প্রেমিকাকে ধর্ষণ প্রেমিকের
সোমবার (৫ জুন) গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৪ জুন) রাত ১১টায় ওই এলাকায় নিজের বিউটি পার্লারের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিউটিশিয়ান গাজীপুর মহানগরীর সদর থানার আদাবৈ এলাকার আব্দুস ছালাম তালুকদারের মেয়ে রুবিনা আক্তার (২৪)।
-
আরও পড়ুন... লিঙ্গ পরিবর্তন করে বিয়ে, অতঃপর...
পুলিশ জানায়, স্বামী পরিত্যক্তা রুবিনা খাতুন তার বাড়ির কাছে একটি বিউটি পার্লার চালাতেন। পার্লারের সঙ্গেই একটি কক্ষে রুবিনা রাতে থাকতেন। রোববার রাত ১০টায় রুবিনার মা খাবার দিতে গিয়ে মেয়েকে হাত-পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, রোববার রাত ১১টায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।