ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বনের ভেতর চোলাই মদের কারখানা, গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৭ জুন ২০২৩ , ০৫:১৯ এএম


loading/img
ছবি : সংগৃহীত

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গহিন বনে গড়ে ওঠা চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জুন) বিকেলে উপজেলার শাপলাপুর ইউনিয়নের লোহারছারা এলাকার বনে এ অভিযান চালানো হয়।

এ সময় দুটি হাড়িতে রক্ষিত ১১০ লিটার চোলাইমদ ও ২৫০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- মহেশখালীর দেবাঙ্গাপাড়ার মৃত ফুল মিয়ার ছেলে রুহুল আমিন (২১), ছোট মহেশখালীর সিপাহীরপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে ফোরকান মিয়া (৩০) ও বশিরা খোলা এলাকার হাবিব উল্লাহর ছেলে পারভেজ হোছাইন (১৯)।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাইমদ উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন গহিন অরণ্যের ভেতরে চোলাইমদ প্রস্তুত করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তার ফোরকান মিয়ার বিরুদ্ধে আগের একটি মাদক মামলা আদালতে বিচারাধীন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |