চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাইসাইকেল চালানো নিয়ে বাক-বিতণ্ডার জেরে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করেছে সমবয়সীরা।
নিহত স্কুলছাত্রের নাম সিহাব উদ্দিন (১৬), তিনি দূলভপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
বুধবার সন্ধ্যার দিকে শিবগঞ্জ উপজেলার দূলভপুর ইউনিয়নের শেরপুর ভাণ্ডার মাজারে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, শিবগঞ্জ উপজেলার শেরপুর ভাণ্ডার মাজার এলাকায় বাইসাইকেল চালানোর সময় সাইড দেওয়া নিয়ে, সিহাবের সঙ্গে অন্য কয়েকজন কিশোরদের কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে তারা। এ ঘটনায় আহত অবস্থায় সিহাবকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।