ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করব : মেয়র খালেক

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ , ০৩:১৩ এএম


loading/img

তৃতীয়বারের মতো খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়ে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব। অসমাপ্ত কাজ সমাপ্ত করব এবং চলমান উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (১২ জুন) রাতে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে পুনরায় নগর পিতা নির্বাচিত হয়েছেন খালেক।

রাত ৯টার দিকে খুলনা জেলা শিল্পকলা একাডেমি থেকে দলের নেতাকর্মীদের সঙ্গে তিনি দলীয় কার্যালয়ে যান। তিনি বলেন, কলকারখানা বন্ধ থাকায় অনেকে বাইরে চলে গেছে। তাই ভোটার উপস্থিতি কম হয়েছে।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৮৯ কেন্দ্রে লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটারের মধ্যে লাখ ৫৬ হাজার ৪৩৩ জন ভোট দিয়েছেন।

অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৮ ভোট, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন হাজার ৯৬ এবং টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |