রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রইচ আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন।
মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৭টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
রইচ আহমেদ রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ও রংপুর জেলা যুবদলের সাবেক সভাপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে তার মরদেহ রংপুর জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে নেওয়া হবে। সেখানে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তার জানাজা মঙ্গলবার বাদ-আছর নগরীর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। পরে তার দাফনকার্য মুন্সিপাড়া কবরস্থানে সুসম্পন্ন করা হবে।