ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

চিকিৎসার নামে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ , ১১:৪৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চিকিৎসার নামে কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে মমিন মণ্ডল (৪২) নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার জামালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কবিরাজ মমিন মণ্ডল উপজেলার খাসকান্দি (দোপপাড়া) গ্রামের সাদেক মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

মামলার বিবরণ থেকে জানা যায়, কিশোরী মেয়েটি অসুস্থ হয়ে পড়লে কবিরাজ মমিন মণ্ডলকে দিয়ে চিকিৎসা করানো হয়। চিকিৎসার নামে ওষুধ খাইয়ে কিশোরীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন তিনি। ২০২২ সালের ১০ ডিসেম্বর সন্ধ্যায় কিশোরীর মা পারিবারিক কাজে বাইরে ছিলেন। এ সময় কবিরাজ মেয়েটিকে ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন। বিষয়টি পরিবারের সদস্যদের অজানা ছিল। দুই মাস আগে পারিবারিকভাবে মেয়েটির বিয়ে দেওয়া হয়। বিয়ের পরও কবিরাজ মমিন মণ্ডল তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি পরিবারের লোকজন জানার পর ৮ জুন কিশোরীর বাবা বালিয়াকান্দি থানায় মামলা করেন।

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, মামলার প্রেক্ষিতে অভিযুক্ত কবিরাজ মমিন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |