ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পরীক্ষা দিতে যাওয়ার সময় মাইক্রোবাসচাপায় স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৪ জুন ২০২৩ , ১২:৫৪ পিএম


loading/img

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাইক্রোবাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার যমজ ভাই।

বিজ্ঞাপন

বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চবিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার আদর্শপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে হুসাইন (১৩)। আহত ব্যক্তি নিহতের ভাই হাসান। তারা কালিয়াচাপড়া চিনিকল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। আজ তাদের স্কুলে আইসিটি পরীক্ষা ছিল।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তানজিনা তৈয়ব জানান, হুসাইনের মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত হাসানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |