ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একজনের

স্টাফ রিপোর্টার চাঁদপুর, আরটিভি নিউজ

বুধবার, ১৪ জুন ২০২৩ , ০৯:২১ পিএম


loading/img
ফাইল ছবি

চাঁদপুর সদর উপজেলাধীন রামপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (৪০) নামে ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৪ জুন) দুপুরে ওই ইউনিয়নের মনিহার গ্রামের একটি ভবনে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। 

মৃত দেলোয়ার একই ইউনিয়নের দেবপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মনিহার গ্রামের আবুল বাশারের তিন তলা নবনির্মিত ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। ওই কাজ করতে গিয়ে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাঁদপুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিবুল আহসান হাসিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ হাসপাতাল মর্গে আছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, মৃত্যুর ঘটনা এখন জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। তারা ঘটনার বিষয়ে আমাকে কিছু জানায়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |