• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একজনের

স্টাফ রিপোর্টার চাঁদপুর, আরটিভি নিউজ

  ১৪ জুন ২০২৩, ২১:২১
ফাইল ছবি

চাঁদপুর সদর উপজেলাধীন রামপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (৪০) নামে ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুন) দুপুরে ওই ইউনিয়নের মনিহার গ্রামের একটি ভবনে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত দেলোয়ার একই ইউনিয়নের দেবপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মনিহার গ্রামের আবুল বাশারের তিন তলা নবনির্মিত ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। ওই কাজ করতে গিয়ে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাঁদপুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিবুল আহসান হাসিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ হাসপাতাল মর্গে আছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, মৃত্যুর ঘটনা এখন জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। তারা ঘটনার বিষয়ে আমাকে কিছু জানায়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণের প্রভাবে দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষের মৃত্যু: গবেষণা
চাঁদপুরের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
জয়ের আনন্দ নিয়ে হোটেলে ফিরে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
চাঁদপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন