অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেছেন, আগে ওকালতি, তারপর রাজনীতি। তা না হলে এই আইন পেশায় উন্নতি করা যাবে না। তিনি বলেন, অভিজাত পেশাগুলোর একটি হলো আইন পেশা। এটি একদিকে যেমন সম্মানের, তেমনি দায়িত্বের। এক সময় বলা হতো, ‘যার নাই কোনো গতি, সে হয় আইনজীবী; বর্তমানে সেটি এভাবে পরিবর্তন হয়েছে- ‘যার আছে সব গতি, সে হয় আইনজীবী।
শুক্রবার (১৬ জুন) পূর্বাচলে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।
নবীন আইনজীবীদের সৎভাবে উপার্জনের পরামর্শ দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মক্কেলকে কখনও ভুল পরামর্শ দেওয়া যাবে না। আইনজীবীদের সবকিছুর আগে পড়ালেখা বাড়াতে হবে। তা না হলে এই পেশার মর্যাদা বাড়বে না।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, আদালতের মর্যাদা আইনজীবীদেরকেই রক্ষা করতে হবে। বিচার বিভাগকে যদি হেয় প্রতিপন্ন করা হয়, তবে আইনজীবীদের নিজেদেরকেই অসম্মান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, গাজীপুর জেলা জজ শামীমা আফরোজ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মো. মোর্শেদসহ অনেকে।